আগরতলা, ৮ সেপ্টেম্বর : চুরি যাওয়া স্বর্ণালংকার, ল্যাপটপ এবং ব্যাটারি উদ্ধার করে পূর্ব আগরতলা থানার পুলিশ। উদ্ধারকৃত জিনিসপত্রের সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ ৯ জন প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন এডিশনাল এসপি ধ্রুব নাথ।
এডিশনাল এস পি ধ্রুব নাথ জানিয়েছেন, গত দেড় মাস আগে শহর থেকে এক যুবকের গাড়ির ব্যাটারি চুরি হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে চুরির মামলা থানায় দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। গোপন সংবাদের ভিত্তি খবর আসে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। অবশেষে চুরি যাওয়া স্বর্ণালংকার সহ ল্যাপটপ এবং ব্যাটারি উদ্ধার করে পুলিশ।

