গ্যাস সিলিন্ডারের আগুনে সর্বস্ব হারালো পরিবার, বেহাল রাস্তার জন্য দমকল বাহিনী আসতে দেরি

আগরতলা, ২ সেপ্টেম্বর : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। আজ দুপুরে বড়জলা মহান ক্লাব এলাকায় বাসিন্দা স্বপন পালের বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের ইঞ্জিন। কিন্তু বেহাল রাস্তার জন্য দমকল বাহিনী আসতে দেরি হওয়ায় আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে রান্না করতে গিয়েছিলে লন
বড়জলা মোহন ক্লাব সংলগ্ন এলাকায় স্বপন পালের স্ত্রী। তখন হঠাৎ রান্নার চুল্লায় আগুন লেগে যায়। সাথে সাথে তিনি ঘর থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। সাথে সাথে পরিবারের সদস্যরা খবর পাঠিয়েছেন দমকলবাহিনীকে। কিন্তু রাস্তা খারাপ থাকার কারণে কর্মীদের সমস্যার সম্মুখীন হতে হয়। ততক্ষণে ঘরের থাকা দুটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন তিনি। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকলকর্মী জানিয়েছেন,অগ্নিকাণ্ডে ওই থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা হবে।