বিলোনিয়া, ১ সেপ্টেম্বর: কলাছড়া একলব্য চৌমুহনী এলাকায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাজাজ অটো (টিআর০৮- বি -৩১৯৩) এবং একটি বাইক (টিআর০৮- বি – ৮১৭৩)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর জখম হন বিলোনিয়া আমজাদনগর এলাকার দুই যুবক— দয়াল নবী (২৫) এবং ইস্যু নবী (২৩)। স্থানীয়রা দ্রুত মনুবাজার অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গে শান্তিবাজার হাসপাতালে রেফার করেন। বর্তমানে দু’জনেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

