আগরতলা, ৩১ আগস্ট : দেরিতে হলেও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হলো এনসিসি থানার পুলিশ। গত দুই মাস ধরে এনসিসি থানার অন্তর্গত এলাকায় ঘটে যাওয়া পৃথক পৃথক চুরির ঘটনার তদন্ত চালিয়ে রবিবার স্থানীয় থানায় উদ্ধার সামগ্রী আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক সংবাদমাধ্যমকে জানান, চুরি যাওয়া একাধিক স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, গ্যাস সিলিন্ডার, স্কুটি এবং মোটরবাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি আরও জানান, নাগরিকদের সহযোগিতা এবং পুলিশের নিরলস প্রচেষ্টার ফলেই এতগুলি চুরি যাওয়া জিনিসপত্র ফেরত দেওয়া সম্ভব হয়েছে।
এদিন পুলিশের এই পদক্ষেপে স্বস্তি পেয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, চুরি যাওয়া জিনিসপত্র ফিরে পাওয়ায় পুলিশের প্রতি আস্থা আরও বাড়লো।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে তৎপরতা আরও জোরদার করা হবে।

