পাটনায় মোদীকে নিয়ে কটূক্তির জেরে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি, কংগ্রেস-বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ

পাটনা, ২৯ আগস্ট: বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। শুক্রবার পাটনায় বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের সূত্রপাত হয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও তাঁর মাকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যকে কেন্দ্র করে, যা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে হওয়া ‘ভোটার অধিকারের যাত্রা’ কর্মসূচির সময় প্রকাশ্যে আসে।

একটি ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চ থেকে এক ব্যক্তি কংগ্রেসের পতাকা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় বিজেপি শিবিরে। বিজেপি অভিযোগ তোলে, এই ঘটনার মাধ্যমে শুধু প্রধানমন্ত্রীকে নয়, গোটা দেশ ও বিশেষ করে বিহারের জনতাকে অপমান করা হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিজেপির পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় পাটনায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা নীতিন নবীন সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতারা। বিজেপি কর্মীরা রাজপথে নেমে কংগ্রেস ও রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

এ সময় কংগ্রেস কর্মীরাও পাল্টা বিক্ষোভে অংশ নেন এবং দুই দলের কর্মীরা একে অপরের দিকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, দুই পক্ষের কর্মীরা একে অপরকে দলীয় পতাকা দিয়ে মারধর করছেন, ধাক্কাধাক্কি এবং হাতাহাতি করছেন। রাস্তায় রীতিমতো যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়।

বিজেপি নেতা নীতিন নবীন এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর মা সম্পর্কে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা শুধু নিন্দনীয় নয়, তা বিহারের প্রতিটি ছেলেকে আহত করেছে। এর যোগ্য জবাব কংগ্রেসকে দেওয়া হবে। প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে।

অন্যদিকে, কংগ্রেসের তরফে ডঃ আশুতোষ বলেন, বিজেপি এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। যে ব্যক্তি ওই ভাষা ব্যবহার করেছেন, তিনি ব্যক্তিগতভাবে দায়ী, কংগ্রেস নয়। তবু বিজেপি এর মাধ্যমে সরকারী মদতে আমাদের কর্মীদের উপর হামলা করছে। এই অপচেষ্টা সফল হবে না। আমরাও যোগ্য জবাব দেব।”

এই ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোর তীব্র আকার ধারণ করেছে। বিজেপি ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং রাহুল গান্ধীর বিরুদ্ধেও একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
দরভাঙ্গা পুলিশ শুক্রবার জানায়, যিনি ওই কটূক্তি করেছিলেন, তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে জানানো হয়েছে, সিমরি থানায় এই ঘটনায় একটি এফআইআর দায়ের হয়েছে এবং এক অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”