স্মার্ট মিটার না লাগানোর জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ

আগরতলা, ২৮ আগস্ট : গত দুইদিন ধরে গোটা গ্রামে জল নেই, কিন্তু প্রশাসনের কোনো খবর নেই৷ হরিশনগর গ্রাম পঞ্চায়েতের মুন্ডাপাড়ার চা শ্রমিকদের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে মধুপুর বিদ্যুৎ অফিস।

অভিযোগ, বুধবার সকালে নিগম কর্তারা এসে নাকি প্রথমে স্মার্ট মিটার লাগানোর প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবে রাজি হয়নি শ্রমিকরা৷ তারপর নাকি বলেন অনেকদিন আগের বিদ্যুৎ বকেয়া আছে। এসব বলে বিদ্যুতের লাইন কেটে দিয়ে যায়৷ আবার কয়েকটি বাড়িতেও নাকি হুক লাইনও পাওয়া গিয়েছে।

সবচাইতে আশ্চর্যের বিষয় জলের মেশিনটি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। জলের মেশিনের লাইনটি সম্পুর্ণই আলাদা, এটি প্রিপেইড মিটারে চলে। শ্রমিকরা সবাই চাঁদা তুলে রিজার্চ করিয়ে জল সংগ্রহ করেন বাড়িঘরের লাইনের সাথে কোন যোগাযোগ নেই৷