আগরতলা, ২৫ আগস্ট: একই রাতে খোয়াই জেলায় পরপর দুটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটল। চুরির কবলে পড়েছে নর্থ চেবরি ইচ্ছাময়ী নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও চেবরি সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা বিদ্যালয়ের মোট ১১টি আলমারি ও ১৭টি তালা ভেঙে দেয়। তবে ঠিক কী কী সামগ্রী চুরি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিদ্যালয়ের শিক্ষিকা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব করতে সময় লাগবে।
ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ধারাবাহিক এই চুরির ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পুলিশের দাবি, খুব শিগগিরই এই চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
2025-08-25

