চুরি যাওয়া সামগ্রী সহ আটক চোর

আগরতলা, ১৮ আগস্ট: চুরি যাওয়া সামগ্রী সহ এক চোরকে আটক করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। অভিযুক্তের নাম নুর ইসলাম হাসান। তার বাড়ি বীরগঞ্জ। রাজধানীর বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

এই অভিযান সম্পর্কে পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আগরতলা শহরের বিভিন্ন বাড়ি থেকে এসি মেশিনের কপারের তার চুরি হওয়ার অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে বটতলা ফাঁড়ি থানার সাব ইন্সপেক্টর শুভজিত দেব এবং পূর্ব থানার পেট্রোলিং অফিসার গোবিন্দ সিনহা গতকাল বটতলা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া কপার তার সহ ওই যুবককে আটক করেছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে তার সঙ্গে আর যারা জড়িত রয়েছে তাদেরকেও আটক করা হবে বলে জানিয়েছেন তিনি।