বড় ভাইয়ের ছুরিকাঘাতে সঙ্কটজনক ছোট ভাই এবং তার স্ত্রী

উদয়পুর, ১৩ আগস্ট: ছোট ভাই ও তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগ বড় ভাই শিবু দাসের বিরুদ্ধে। ঘটনা উদয়পুর ড্রপগেট দাস পাড়ায়। আশঙ্কাজনক অবস্থায় গোমতী জেলা হাসপাতালে আনা হয় দেবু দাস এবং তার স্ত্রী অনিতা দাসকে। ঘটনায় অভিযুক্ত শিবু দাস পলাতক।

গতকাল রাতে উদয়পুর মহকুমায় বনদুয়ার এলাকায় পারিবারিক ঝগড়ার জেরে গুরুতর রক্তাক্ত হন স্বামী দেবু দাশ ও স্ত্রী অনিতা দাশ। মঙ্গলবার রাতে পারিবারিক জায়গা সম্পত্তি নিয়ে দেবুর সঙ্গে তার বড়ভাই শিবু দাশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। সেখানেই ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছে দেবু দাশ ও অনিতা দাশ। দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে জায়গা নিয়ে ঝামেলা চলছিল বলে জানা যায়। এনিয়ে মঙ্গলবার রাতে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়। একসময় দেবুকে খুন করার জন্য তার ভাই শিবু ঘর থেকে ছুরি নিয়ে এসে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। স্বামী কে বাঁচানোর জন্য ছুটে আসে স্ত্রী অনিতা দাশ। তাকে ও আঘাত করা হয়। এই খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। ছুটে আসে একটি গাড়ি। নিয়ে যাওয়া হয় আহত দুইজনকে গোমতী জেলা হাসপাতালে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ এই ঘটনায় তদন্তে নেমেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে