আগরতলা, ১০ আগস্ট : দক্ষিণ জেলা শিক্ষা উপ-অধিকর্তা দিলীপ দেববর্মা সাব্রুমের সাতচাঁদ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চারজন সহকারী শিক্ষককে শোকজ নোটিশ জারি করেছেন।
অভিযোগ, গত ৭ আগস্ট দুপুরে শিক্ষা দফতরের আধিকারিকরা হঠাৎ ওই বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে দেখেন—চারজন শিক্ষক আগাম ছুটি মঞ্জুর না করেই অনুপস্থিত। অন্যদিকে, স্কুলে উপস্থিত থাকা শিক্ষকরাও ক্লাসে ছিলেন না, বরং গল্পগুজব ও মোবাইল ব্যবহারে ব্যস্ত ছিলেন।
শিক্ষাঙ্গনে প্রাইম টাইমে এমন শৃঙ্খলাভঙ্গের ঘটনা দেখে কর্তৃপক্ষ প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট চারজন শিক্ষকের কাছে কারণ দর্শানোর নোটিশ দেন। তাদের দু’দিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

