আগরতলা, ৬ আগস্ট: মঙ্গলবার রাতে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড এলাকায় এক যাত্রীবাহী বাসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগে মারধর এবং ভাঙচুরের ঘটনার জেরে প্রতিবাদে সরব হয়েছে বাস চালকরা। বুধবার সকাল থেকে সোনামুড়া -আগরতলা বাস পরিষেবা বন্ধ রেখেছে তারা।
গাড়ি চালকদের অভিযোগ, যুবতীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। তবে তাকে কেন্দ্র করে বাস চালক এবং গোটা বাসের যাত্রীদের উপর যেভাবে ভাঙচুর চালানো হয়েছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ চালক এবং যাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেই গাড়ি ছেড়েও স্ট্যান্ডের আরো অন্যান্য গাড়ির উপরও ভাঙচুর করা হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। যারা অপরাধ ছাড়াই গাড়ির চালক এবং গাড়ির যাত্রীদের হেনস্তা করেছে তাদেরকে আটক করার দাবি জানিয়েছেন গাড়িচালকরা। তাই অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখবেন বলে জানিয়েছেন শ্রমিকেরা।
এদিকে গতকাল রাতে, বিশ্রামগঞ্জ স্ট্যান্ডে থাকা একটি তীর্থ ভ্রমণের বাসে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা। বাসটি প্রায় সময় এ স্ট্যান্ডে দাঁড় করানো থাকে বলে জানিয়েছেন বাসের মালিক। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানিয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। পাশাপাশি গোটা ঘটনায় পুলিশের ভূমিকার উপর প্রশ্ন তুলেছেন শ্রমিকরা।
উল্লেখ্য, আগরতলা থেকে বিশ্রামগঞ্জ যাওয়ার পথে যাত্রীবাহী বাস গাড়িতে রাতে যুবতীর সাথে অবর্ণনীয় অসভ্যতাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিশ্রামগঞ্জে। উত্তেজিত জনতা অভিযুক্তকে না পেয়ে গাড়িটি ভাঙচুর করে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও গাড়ির চালক এবং যাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ।

