রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

আগরতলা, ৩১ জুলাই: ফের রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হলেন স্থানীয়রা। করবুক মহকুমার অন্তর্গত যতনবাড়ি লেভাছড়া সূত্রধর পাড়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বার বার স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ। যার ফলে নিত্য দুর্ভোগের শিকার হন স্থানীয়রা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ হয়ে অমরপুর করবুক সড়ক অবরোধ করেছেন স্থানীয় মহিলারা। এদিকে এই অবরোধের ফলে দুদিক থেকে আটকে পর প্রচুর যানবাহন। ভোগান্তির শিকার হন নিত্য যাত্রীরা।

অবরোধের খবর পেয়ে করবুক মহকুমার শাসকের কার্যালয় থেকে ডিসিএম সহ এক  প্রতিনিধি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। বেহাল রাস্তাটি পরিদর্শন করেন। পরে অবরোধস্থলে এসে এলাকাবাসীদের লিখিত প্রতিশ্রুতি দেন রাস্তা সংস্কারের বিষয়ে। এই লিখিত প্রতিশ্রুতি পেয়ে দীর্ঘ প্রায় ছয় ঘন্টা ধরে চলা পথ অবরোধ প্রত্যাহার করেন অবরোধকারীরা।