রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্পের পর চীন, পেরু ও ইকুয়াডরসহ আরও দেশজুড়ে সুনামি সতর্কতা জারি

বেইজিং, ৩০ জুলাই : রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে আঘাত হানা ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর এবার চীন, পেরু ও ইকুয়াডরের উপকূলীয় অঞ্চলগুলোর জন্যও নতুন করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে উদ্বেগ আরও বেড়ে গেছে। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১১৯ কিলোমিটার দূরে। জনবহুল শহরটির জনসংখ্যা প্রায় ১,৮০,০০০।

ভূমিকম্পের পরপরই রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রগুলিতে সুনামি সতর্কতা জারি করা হয়। কামচাটকা উপদ্বীপজুড়ে ৩ থেকে ৪ মিটার (১০ থেকে ১৩ ফুট) উচ্চতার সুনামি তরঙ্গ রেকর্ড করা হয়েছে। আশপাশের উপকূলীয় এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ উচ্চভূমিতে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের পূর্ব উপকূলেও সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় সম্পদ মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সতর্কতা ও বিশ্লেষণ অনুযায়ী, এই ভূমিকম্পের ফলে একটি সুনামি সৃষ্টি হয়েছে, যা চীনের কিছু উপকূলীয় অঞ্চলে ক্ষতি করতে পারে। তরঙ্গের উচ্চতা ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার পর্যন্ত হতে পারে।

পেরুর নৌবাহিনীও তাদের উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্রের বিশ্লেষণের ভিত্তিতে দেশটির ‘হাইড্রোগ্রাফি ও ন্যাভিগেশন অধিদপ্তর’ এক বিবৃতিতে জানায়, এই ভূমিকম্পটি পেরুর উপকূলজুড়ে সুনামির সম্ভাবনা সৃষ্টি করেছে।

ইকুয়াডরের ‘ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয়’ গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের জন্য ‘প্রতিরোধমূলক সরিয়ে নেওয়া’ কার্যক্রম চালু করেছে। এক সরকারি বিবৃতিতে জানানো হয়, গ্যালাপাগোস দ্বীপাঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এর আওতায় সমুদ্রভিত্তিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সৈকত, জেটি ও নিম্নাঞ্চলগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের প্রভাব ইতোমধ্যেই জাপান ও রাশিয়ার কিছু অঞ্চলে সুনামি আঘাত হানার মাধ্যমে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, উপকেন্দ্রের নিকটবর্তী এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এবং সেখানে বড় ধরণের সুনামি তরঙ্গ আঘাত হানতে পারে। চূড়ান্ত সতর্কতায় থাকা অঞ্চলসমূহ হল, রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চল, জাপানের উপকূল, হাওয়াইসহ যুক্তরাষ্ট্রের প্রশান্ত অঞ্চলের অঞ্চলসমূহ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, পেরু, ইকুয়াডর, অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ।

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে আঘাত হানা ৮.৭ মাত্রার ভূমিকম্প এবং এর জেরে প্রশান্ত মহাসাগরের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশবাসীকে “সাবধান ও সাহসী” থাকার আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স-এ এক পোস্টে বলেন, প্রশান্ত মহাসাগরে সংঘটিত বিশাল ভূমিকম্পের কারণে হাওয়াইয়ের জন্য একটি সুনামি সতর্কতা এবং আলাস্কা ও যুক্তরাষ্ট্রের প্রশান্ত উপকূলের জন্য সুনামি ওয়াচ জারি করা হয়েছে। জাপানও ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে। দয়া করে সর্বশেষ তথ্যের জন্য প্রতিনিয়ত আপডেট খবরে নজর রাখুন। সাহস রাখুন, নিরাপদে থাকুন।

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে আঘাত হানা ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির হুমকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এবং হাওয়াইতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্ক করেছে সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেট।

বুধবার কনস্যুলেট জেনারেল অফ ইন্ডিয়া ইন সান ফ্রান্সিসকো এক্স-এ পোস্ট করে জানায়, রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে আঘাত হানা ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামি হুমকির বিষয়ে আমরা সতর্ক আছি। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রের অন্যান্য পশ্চিম উপকূলবর্তী রাজ্য ও হাওয়াইতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য নিচের পরামর্শসমূহ জারি করা হয়েছে।

ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশনা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্রের নির্দেশনা সতর্কভাবে অনুসরণ করতে হবে। সুনামি সতর্কতা জারি হলে দ্রুত উচ্চভূমিতে সরে যেতে হবে। উপকূলীয় এলাকা এড়িয়ে চলতে হবে। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে। মোবাইল ডিভাইস ও জরুরি যোগাযোগের যন্ত্রপাতি চার্জে রাখতে হবে। ভারতীয় কনস্যুলেট জরুরি হেল্পলাইন নম্বর +১-৪১৫-৪৮৩-৬৬২৯ চালু করেছে। এছাড়া, ইমেইল enquiry.sf@mea.gov.in যোগাযোগ করতে বলেছে।

সব দেশেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে উপকূলীয় অঞ্চল থেকে নিরাপদ স্থানে চলে যেতে এবং সরকারিভাবে দেওয়া নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।