চড়িলাম-আড়ালিয়ার বেহাল রাস্তা নিয়ে জনরোষ

আগরতলা, ২৭ জুলাই : দীর্ঘ এক বছর ধরে চরম বেহাল দশায় পড়ে থাকা চড়িলাম-আড়ালিয়া রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। চড়িলাম গ্রামীণ ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে রাজিব কলোনি, আড়ালিয়া স্কুল হয়ে আড়ালিয়া বাজার পেরিয়ে রাজঘাট পর্যন্ত বিস্তৃত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রবিবার সকালে সংবাদ মাধ্যমের সামনে এসে গ্রামবাসীরা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে রাস্তাটিতে বড় বড় গর্ত তৈরি হয়ে আছে এবং সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে কাদা হয়ে যায়। এর ফলে বাইক ও সাইকেল আরোহীরা প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন। বহু গ্রামবাসী এই বেহাল রাস্তার কারণে হাত-পা ভেঙেছেন এবং কোমর ব্যথার সমস্যায় ভুগছেন। এমনকি, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সও বেহাল রাস্তার কারণে গ্রামে ঢুকতে পারছে না, যা জরুরি পরিষেবা ব্যাহত করছে।
আড়ালিয়া হাই স্কুলের পাশেই এই রাস্তাটির অবস্থান হওয়ায় ছাত্রছাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি হলে তাদের স্কুলে যেতে সমস্যা হয়। পথচারী থেকে কৃষক, প্রতিটি মানুষকে এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তার পিচ এবং ইট সম্পূর্ণ উঠে গিয়েছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।
গ্রামবাসীরা জানিয়েছেন, তারা বহু দিন ধরে রাস্তাটি সংস্কারের জন্য ব্লক প্রশাসন ও পঞ্চায়েত প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েছেন এবং দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। এই উদাসীনতার কারণেই এদিন সকালে গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের ক্ষোভ উগরে দেন এবং অতি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের কাছে জোরালো আবেদন জানান।