আগরতলা, ২৬ জুলাই : কিউবা বিপ্লবকে সামনে রেখে আজ থেকে ১ আগষ্ট পর্যন্ত সারা ভারত কৃষক সভা সারা দেশে “মনকাডা দিবস” পালন করবে। ভারতের সবকটা গাম থেকে ব্লক, হয়ে শহর ও শহরতলীতে এই দিবসটি পালন করে কিউবার প্রতি সংহতি জানাবে সারা ভারত কৃষক সভা। রাজ্য কৃষক সভাও এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর।
এদিন পবিত্র কর বলেন, ১৯৫৩ সালে ২৬ জুলাই কিউবা তখন আমেরিকার তল্পিবাহক স্বৈরাচারী শাসক বাতিস্তার স্বৈরশাসনের কবলে। ঐ দিনটিতে সশস্ত্র সংগ্রামের প্রত্যয় নিয়ে একদল তরুণ বিপ্লবী মরণপণ লড়াইয়ের এক উজ্জ্বল ইতিহাস সৃষ্টি করে ছিল। যার নেতৃত্বে ছিলেন ফিডেল কাস্ত্রো। মনকাডা হচ্ছে কিউবার দ্বিতীয় বৃহত্তম সামরিক দুর্গ। বাতিস্তার সময়ে ঐ দুর্গ ছিল মার্কিন নেতৃত্বাধীন কিউবার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।ওই দিনে ফিডেল কাস্ত্রোর নেতৃত্বাধীন বিপ্লবীরা মনকাডা সেনা দুর্গে আক্রমণ চালায়। দুর্গ দখল করতে পারেনি বটে কিন্তু ফিডেল কাস্ত্রোর নেতৃত্বাধীন ঐ বিদ্রোহীরা কিউবার বিপ্লবের বীজ পুঁতে দিতে সক্ষম হয়েছিল ঐ দিন ঐ আক্রমণের মধ্য দিয়ে। কিউবার রাষ্ট্র বিপ্লবের অঙ্কুরিত সেই দিনকে স্মরণ করে কিউবার বিপ্লবের প্রতি সংহতি জানাবে কৃষক সভা।

