সাধারণ ডিগ্রী কলেজগুলোতে ভর্তি কেলেঙ্কারি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, তার সাথে শাসক দলের ছাত্র সংগঠনের নেতৃত্বরা ওতপ্রতভাবে জড়িত রয়েছে : এসএফআই

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার সাধারণ ডিগ্রী কলেজগুলোতে ভর্তি কেলেঙ্কারি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ভর্তি কেলেঙ্কারির সাথে শাসক দলের ছাত্র সংগঠনের নেতৃত্বরা ওতপ্রতভাবে জড়িত রয়েছে। অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির মাধ্যমে এসমস্ত ঘটনার লাগাম টানতে হবে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই বিস্ফোরক অভিযোগ তুলেছেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন দেব।

এদিনের সাংবাদিক সম্মেলনে রাম ঠাকুর কলেজ, কমলপুর কলেজ সহ বিভিন্ন কলেজের চলমান ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এসএফআই। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি প্রীতম শীল, রাজ্য সম্পাদকমন্ডলের সদস্য কৌশিক পাঠারি, অলক দেব এবং ডঃ সৌখিন চক্রবর্তী।

এদিন রাজ্য সম্পাদক সৃজন দেব বলেন, কিছুদিন ধরে রামঠাকুর কলেজে ভর্তি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এবিষয়ে তদন্তে এক সহকারী অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু বিজেপি সরকারের আমলে শুধু রামঠাকুর কলেজে না সমস্ত কলেজগুলোতে ভর্তি কেলেঙ্কারি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তার সাথে শাসক দলের ছাত্র সংগঠনের নেতৃত্বরা ওতপ্রতভাবে জড়িত রয়েছে। এসএফআই-এর তরফ থেকে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। তাছাড়া, শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন তাঁরা।