আগরতলা, ১৭ জুলাই: ব্লকে মিটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন পঞ্চায়েত সচিব প্রদীপ পাল। আজ দুপুরে ওই ঘটনায় বিশালগড় বাইপাস সড়কের ব্লক সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে এক চিকিৎসক জানিয়েছেন, আজ সকালে ব্লকে মিটিংয়ে যাওয়ার পথে বিশালগড় বাইপাস সড়কের ব্লক সংলগ্ন এলাকায় যান দূূঘটনার শিকার হয়েছেন পঞ্চায়েত সচিব প্রদীপ পাল। সাথে সাথে তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আহতকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। ওই দূর্ঘটনায় তাঁর মাথায় আঘাত লেগেছে বলে জানাম তিনি।

