বিলোনিয়া, ১৫ জুলাই: প্রতিটা বর্ষায় বিলোনীয়া শহর জলমগ্ন হচ্ছে। শহরের স্মৃতি মন্দির এলাকার আমলা পাড়ার জনগণকে সবচেয়ে বেশি বর্ষার জমা জলে ভোগান্তির শিকার হতে হয়। আজ এলাকা পরিদর্শন করছেন জেলাশাসক মহঃসাজিদ পি।
চলিত মাসের প্রথমদিকে দুইদিনের অবিরাম বর্ষনে গোটা বিলোনীয়া শহর জলমগ্ন হয়ে পড়েছিল। বৃষ্টি বন্ধ হওয়ার সাথে জল ও নেমে গেছে। কিন্তু আমলাপাড়া এলাকায় বর্ষার জল এক কোমড় পর্যন্ত হয়ে অনেক দিন জমা থাকে। ফলে জনগণকে ভীষন অসুবিধার মধ্যে পড়তে হয়। বর্ষার জল নিস্কাষনের জন্য আমলা পাড়ার মহিলারা জোটবদ্ধ হয়ে জেলাশাসকের দৃষ্টিতে নেওয়ার পর মঙ্গলবার জেলাশাসক, পুর পরিষদের চেয়ারম্যান, এসডিএম, পুর পরিষদের স্থানীয় কাউন্সিলর সহ সরোজমিনে আমলা পাড়ার জলমগ্ন এলাকা পরিদর্শন করেন।
স্থানীয় মহিলাদের বক্তব্য জাতীয় সড়ক হওয়ার পর গত তিন বছর ধরে এলাকায় জল জমে যাচ্ছে। জমা জল বের হওয়ার কোন ব্যবস্থা নেই। তার খেসারত দিতে হচ্ছে এলাকাবাসীদের। জেলা শাসক মহঃসাজিদ পি মহিলাদের সাথে কথা বলে জানান, জাতীয় সড়কের দুই পাশে ড্রেন করে জল নেমে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তার জন্য পিডব্লিউডি, ওয়াটার রিসোর্স, এন এইচডিসিএল, পুর পরিষদের ইঞ্জিনিয়ার দের নিয়ে কমিটি করে ড্রেইন এবং জল নিস্কাষনের জন্য ফান্ড করে বরাদ্দ দিতে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে।
জেলা শাসক মহিলাদের আশ্বস্ত করে বলেন আগামী বর্ষার আগে এই জল জমার সমস্যার সমাধান হয়ে যাবে। শহরে বর্ষার জল নিষ্কাশনের জন্য আরো দুই তিনটা পাম্প দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জেলাশাসক জানিয়েছেন।

