উদয়পুর, ১৩ জুলাই : উদয়পুর ত্রিপুরা সুন্দরী স্কুলের ছাত্র অরুন দেবের ৩৫তম শহীদান দিবস উপলক্ষে আজ এসএফআই উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনের এই জনস্বার্থমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।
এদিন শিবিরের আয়োজকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, রাজ্যে বর্তমানে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে। রাজ্যের মন্ত্রীরা যখন মেলা, খেলাধুলা নিয়ে ব্যস্ত, সেই সময়ে এই সংকট মোকাবিলায় এবং জনগণের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এসএফআই এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। তাঁরা আরও জানান, আজকের এই শিবিরে ছাত্রছাত্রীরাও অত্যন্ত উৎসাহের সঙ্গে রক্তদান করেছে।
আয়োজকরা দৃঢ়তার সাথে বলেন, ব্লাড ব্যাংকে যখনই রক্তের প্রয়োজন হবে, এসএফআই কর্মীরা সর্বদাই রক্তদান করতে প্রস্তুত থাকবে।

