নয়াদিল্লি, ১১ জুলাই : ফাস্ট্যাগ ব্যবস্থার স্বচ্ছতা এবং টোল প্লাজাগুলিতে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ‘লুজ ফাস্ট্যাগ’ বা ‘ট্যাগ-ইন-হ্যান্ড’ সংক্রান্ত রিপোর্টিং প্রক্রিয়া আরও শক্তিশালী করলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)। টোল সংগ্রহকারী সংস্থা ও কনসেশনায়ারদের জন্য এই নীতিমালায় কড়াকড়ি আনা হয়েছে যাতে এমন ট্যাগগুলিকে দ্রুত রিপোর্ট ও ব্ল্যাকলিস্ট করা যায়। আগামী দিনে চালু হতে চলা বার্ষিক পাস সিস্টেম এবং মাল্টি-লেন ফ্রি ফ্লো টোলিং ব্যবস্থা মাথায় রেখেই এনএইচএআই এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হয়েছে।
অনেক সময় গাড়ির মালিকেরা ইচ্ছাকৃতভাবে ফাস্ট্যাগ গাড়ির উইন্ডস্ক্রিনে না লাগিয়ে হাতে বা অন্য কোথাও রেখে দেন। এতে করে টোল প্লাজায় বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। যেমন, লেন জ্যাম, ভুয়ো চার্জব্যাক, ক্লোজড-লুপ টোল ব্যবস্থার অপব্যবহার এবং সামগ্রিক ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থার ব্যাঘাত ঘটে। এতে সাধারণ যাত্রীদেরও হয়রানির মুখে পড়তে হয়। এনএইচএআই একটি নির্দিষ্ট ইমেল আইডি প্রদান করেছে, যেখানে টোল সংস্থা ও কনসেশনায়াররা লুজ ফাস্ট্যাগ সম্পর্কে রিপোর্ট পাঠাতে পারবেন। রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট ট্যাগগুলি সঙ্গে সঙ্গে ব্ল্যাকলিস্ট করা হবে।
বর্তমানে দেশের ৯৮ শতাংশ গাড়ির মধ্যেই ফাস্ট্যাগ ব্যবহৃত হচ্ছে। এই বিপুল ব্যবহার সত্বেও ‘লুজ ফাস্ট্যাগ’ ব্যবহারের প্রবণতা ইলেকট্রনিক টোল ব্যবস্থার দক্ষতাকে হ্রাস করছে। এনএইচএআই-এর এই উদ্যোগ ফাস্ট্যাগ ব্যবস্থাকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করে তুলবে। ফলে জাতীয় সড়কে ভ্রমণ হবে আরও আরামদায়ক ও সময়সাশ্রয়ী। টোল প্লাজাগুলিতে কোনওরকম সমস্যা এড়াতে ফাস্ট্যাগ যথাযথভাবে গাড়ির উইন্ডস্ক্রিনে লাগানোর আহ্বান জানিয়েছে এনএইচএআই।

