সুবর্ণপুর জেলায় প্রাক্তন সরপঞ্চ হত্যাকাণ্ড, দুইজন আটক

ভুবনেশ্বর: সুবর্ণপুর জেলার দুঙ্গুরিপালি ব্লকের গজাবন্ধা পঞ্চায়েতের প্রাক্তন সরপঞ্চ কেঙ্কপালি গ্রামে ফেরার পথে নির্মমভাবে খুন হয়েছেন।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি হলেন বল্লব খেতি, প্রাক্তন সরপঞ্চ এবং বর্তমান সরপঞ্চ বসন্তী খেতির স্বামী।

প্রতিবেদন অনুযায়ী, অজ্ঞাত হামলাকারীরা পান্ডারপালি গ্রাম সংলগ্ন এলাকায় বল্লব খেতির উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে খেতির মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাকে দুঙ্গুরিপালি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রামপুর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করেছে, কিন্তু অন্যান্য দুজন এখনও পলাতক রয়েছে।