ধর্মনগরে চার বাংলাদেশি নাগরিকসহ দুই ভারতীয় দালাল আটক

ধর্মনগর, ১০ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরের রাজবাড়ি এলাকার আইএসবিটি চত্বরে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আটক করা হয়েছে চার বাংলাদেশি নাগরিক ও দুই ভারতীয় দালালকে। সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই স্থানীয়রা তৎক্ষণাৎ সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-কে অবহিত করেন এবং সাহসিকতার সঙ্গে অভিযুক্তদের পাকড়াও করেন। পরে বিএসএফ ঘটনাস্থলে এসে তাদের নিজেদের হেফাজতে নেয়।

বিএসএফ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, আটক বাংলাদেশি নাগরিকরা আন্তর্জাতিক সীমান্ত বেআইনিভাবে অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। এই বেআইনি অনুপ্রবেশে সহায়তা করছিলেন দুই ভারতীয় দালাল। সীমান্ত পেরিয়ে ধর্মনগরে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটক বাংলাদেশি নাগরিকরা হলেন, বর্না মুলা (৩০), জিনা সেক (৩৫), রিমা আক্তার (১৮), রিয়া বেগম (৩৫)। তারা বরিশাল ও কুমিল্লার বাসিন্দা। আটক ভারতীয় দালালরা হল, সালাম উদ্দিন (২১), শনিছড়া, ধর্মনগর, মিনাল হোসেন (৩০), বিশালগড়।

আটকদের বর্তমানে পানিসাগর বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে এবং আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন ও বেআইনি অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি ধর্মনগর-সহ উত্তর জেলার বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে অনুপ্রবেশ ও মানব পাচারের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এতে জনমনে উৎকণ্ঠা তৈরি হয়েছে। তবে এই ঘটনা প্রমাণ করে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা ও স্থানীয় সহযোগিতা বড় ধরনের অপরাধ রুখে দিতে সক্ষম। ধর্মনগরের বাসিন্দাদের সাহসিকতা ও দায়িত্ববোধ এদিন বড়সড় অনুপ্রবেশের পরিকল্পনা ভেস্তে দেয়।

সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় নাগরিক সচেতনতার এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে অনুপ্রেরণা হয়ে থাকবে।