বিলোনিয়া বল্লামুখা বাঁধটি ক্ষতিগ্রস্থ, প্লাবিত ভারতচন্দ্রনগর ব্লকের বিভিন্ন এলাকা

বিলোনিয়া, ৯ জুলাই: বন্যা বিধ্বস্ত বিলোনীয়ার ভারতচন্দ্রনগর ব্লকের প্রায় প্রতিটা পঞ্চায়েত। ভারত চন্দ্র নগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস ব্লক কর্মীদের নিয়ে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন বুধবার।

পরিদর্শনকালে চেয়ারম্যান বলেন ব্লক এলাকার প্রায় প্রতিটি পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এনএসসি নগর, এসবিসি নগর, সুকান্ত নগরের জনগন বেশী ক্ষতি হয়েছে। মুহুরী নদীর জল বাড়ি ঘরে ঢুকে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে এলাকায়। ব্লক এলাকার এখনো পর্যন্ত প্রায় ২০ পরিবারের সদস্যরা বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছে। উত্তর ভারতচন্দ্রনগর এবং পাইখলা যাওয়ার রাস্তায় ধস পরে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, বাংলাদেশের জল মুহুরী নদী দিয়ে বিলোনিয়ায় প্রবেশ করছে। বিলোনিয়া বল্লামুখা বাঁধটি ক্ষতিগ্রস্থ হওয়ার ফলেই বাঁধ সংলগ্ন বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে বলে খবর।