আগরতলা, ৬ জুলাই : রাজ্যজুড়ে যখন নেশামুক্ত অভিযান চলছে, তখন ত্রিপুরার রাজধানী আগরতলাকেও নেশার করাল গ্রাস থেকে মুক্ত করতে সমাজের সচেতন নাগরিকরা এগিয়ে এসেছেন। এবার এই মহৎ উদ্দেশ্যকে সফল করতে এক অভিনব পদক্ষেপ নিলেন লাল বাহাদুর এলাকার যুব সম্প্রদায়। এলাকার আনাচে-কানাচে ছড়িয়ে থাকা নেশার আড্ডাগুলিতে নেশা বিরোধী পোস্টার লাগিয়ে যুব সমাজকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করার কাজ শুরু করেছেন তাঁরা।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, যুব প্রজন্মকে নেশার অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনা এবং একটি সুস্থ, স্বাভাবিক জীবনযাপনে উদ্বুদ্ধ করা। যুবকদের বিশ্বাস, এই পোস্টারগুলির মাধ্যমেও যদি কিছু সংখ্যক যুবকও নেশা থেকে মুখ ফিরিয়ে নেন, তবে তাঁদের প্রচেষ্টা সার্থক হবে।
লাল বাহাদুর এলাকার এই যুবকদের মহৎ উদ্যোগে সামিল হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। কলেজ ছাত্রী থেকে শুরু করে অধ্যাপিকা পর্যন্ত অনেকেই এই সচেতনতামূলক কর্মসূচিতে নিজেদের যুক্ত করেছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা একদিকে যেমন যুব সমাজকে ইতিবাচক বার্তা দিচ্ছে, তেমনি অন্যদিকে নেশা বিরোধী অভিযানে এক নতুন মাত্রা যোগ করছে।
সমাজের সচেতন নাগরিকদের এই ধরনের উদ্যোগ প্রমাণ করে যে, সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নেশামুক্ত সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করা কঠিন।

