আগরতলা, ৪ জুলাই : বেহাল অবস্থায় রয়েছে লংতরাইভ্যালী মহকুমার ছামনু এলাকার বিভিন্ন রাস্তা। ফলে নিত্যদিন যান দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা। রাস্তার বেহাল দশার ফলে নিত্যদিন চরম ভোগান্তির শিকার হন স্থানীয় ই-রিক্সা চালকেরা। ছোট বড় দুর্ঘটনা প্রতিদিন লেগেই থাকে। আজ রাস্তাটি সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় ই-রিক্সা চালকেরা।
তাঁরা জানান, ছামনু থেকে বাজার, বিদ্যালয় এবং ব্লকে যাওয়ার যে কয়েকটি রাস্তা রয়েছে সবগুলি একেবারে জড়াজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। রাস্তার ভগ্নদশার ফলে ওই রাস্তা গুলি দিয়ে একপ্রকার যান চলাচল অসম্ভব হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যানচালকেরা এই রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যান। কিন্তু ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য বারবার দাবি জানানো হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে আজ রাস্তা অবরোধ করেন স্থানীয় ই-রিক্সা চালকেরা। দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানান তাঁরা।
অবরোধের খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। অবিলম্বে রাস্তাটি সংস্কার করা হবে, এই আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ তুলে নেন ই-রিক্সা চালকেরা। তবে অতি দ্রুত রাস্তাটি সংস্কার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন তাঁরা।

