বাণী বিদ্যাপীঠ গার্লস এইচ.এস. স্কুলের ৭ দিনব্যাপী বিশেষ এনএসএস শিবিরের সমাপ্তি

আগরতলা, ২ জুলাই : বাণী বিদ্যাপীঠ গার্লস এইচ.এস. স্কুলে আয়োজিত সাত দিনব্যাপী বিশেষ এনএসএস শিবিরের বুধবার বর্ণাঢ্য সমাপ্তি ঘটেছে। এই সমাপ্তি অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, স্কুলের এনএসএস শিক্ষক শ্যামল দে সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এনএসএস স্বেচ্ছাসেবকরা সমাজের কল্যাণে গভীরভাবে নিবেদিত হয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। এই প্রকল্পটি নিঃস্বার্থ সেবার মাধ্যমে তরুণ মনকে গড়ে তুলতে, শৃঙ্খলা, সহানুভূতি এবং জাতি গঠনের মূল্যবোধ শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংসদ রাজীব ভট্টাচার্য শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শৃঙ্খলা এবং উৎসর্গ দেখে অভিভূত হন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আগরতলার বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ৭ দিনের এনএসএস বিশেষ শিবিরের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি।

সাংসদ আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সেবা ও শিক্ষার পথে তাদের অব্যাহত যাত্রার জন্য শুভকামনা জানান। এই শিবির শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং সেবামূলক মনোভাব বিকাশে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।