বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে আসামির রহস্যজনক মৃত্যু, উত্তপ্ত থানা চত্বর

বিশালগড়, ২৯ জুন : বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে আজ সকালে এক সাজাপ্রাপ্ত আসামির রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম কৈলাশ রায় (৬৫), যার বাড়ি আগরতলার খেজুর বাগান এলাকায়। তার এই আকস্মিক মৃত্যু কীভাবে ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনায় কৈলাশ রায়ের পরিবারের সদস্যরা এনসিসি থানা চত্বরে বিক্ষোভ প্রদর্শন করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

‘ছেলের অপরাধে’ বাবার জেল, তারপর রহস্যজনক মৃত্যু
পরিবারের অভিযোগ, কৈলাশ রায়ের ছেলে আদালতের সমন ছিঁড়ে ফেলেছিল। সেই ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু ছেলে পলাতক থাকায় পুলিশ তার বাবা কৈলাশ রায়কে গ্রেফতার করে। পরে ছেলে আত্মসমর্পণ করলেও, আশ্চর্যজনকভাবে কৈলাশ রায়কে মুক্তি দেওয়া হয়নি। তাকে প্রথমে পুলিশ রিমান্ডে নেওয়া হয় এবং তারপর জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। আজ সকালে প্রভুরামপুরস্থিত কেন্দ্রীয় সংশোধনাগারেই তার মৃত্যু হয়।

কৈলাশ রায়ের পরিবারের দাবি, তাদের নিরপরাধ স্বজনের মৃত্যু হয়েছে পুলিশের গাফিলতির কারণে। তারা অভিযোগ করছেন, সম্পূর্ণ বিনা দোষে কৈলাশ রায়কে কারাগারে পাঠানো হয়েছিল এবং সেখানেই রহস্যজনকভাবে তার জীবনাবসান হলো। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে তারা এনসিসি থানা ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানান। দ্রুত এই মৃত্যুরহস্যের কিনারা করার দাবি উঠেছে সর্বমহল থেকে।