বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

আগরতলা, ২৮ জুন : শ্রীনগরে বিএসএফ ও পুলিশের যৌথ নেশা বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক প্রায় দেড় লক্ষাধিক টাকা হবে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দক্ষিণ ত্রিপুরা জেলার সীমান্তবর্তী মহকুমা সাব্রুমের অন্তর্গত শ্রীনগর এলাকার কৃষ্ণনগর ২ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি অঞ্চলে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফ ও পুলিশ। অভিযানে ২৩১ বোতল ফেনসিডিল, আনুমানিক ১৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা হবে।

ওই অভিযানে নেতৃত্ব দেন সাব্রুম মহকুমা পুলিশের পদস্থ আধিকারিক নিত্যানন্দ সরকার, মনু থানার অফিসার ইনচার্জ সঞ্জীব দেববর্মা, বিএসএফ-এর ১২১ ব্যাটেলিয়ানের করিমাটিলা বিওপির কমান্ড্যান্ট ভি কে সিং, এবং সাব্রুম মহকুমা প্রশাসনের দুই ডেপুটি কালেক্টর জয়শঙ্কর দাস ও মনোজিৎ দেব্বর্মা।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নিদান দেবনাথ( ৫৫) নিজের বসতঘরে ফেনসিডিল ও গাঁজা মজুদ করে রেখেছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তার খোঁজে চলছে তল্লাশি।