আগরতলা, ২৮ জুন : কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের হাতে আটক হয়েছে এক কুখ্যাত রাবার চোর। অভিযুক্ত চোর একাধিক চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে। তাই অভিযুক্ত চোরের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বাজার ব্যবসায়ীরা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট এক ব্যক্তির বাড়ি থেকে রাবার সিট চুরি করে নিয়ে যায় বিশালগড় বাইদ্যাদিঘি এলাকার সাগর সিনহা নামে একটা যুবক। অভিযুক্ত চোর রাবার সিটগুলি কাঞ্চনমালা বাজার সংলগ্ন একটি দোকানে সেই রাবার সিটগুলি বিক্রি করে দেয়।
এদিকে, রাবারের মালিক খোঁজখবর নিয়ে শনিবার বিকালে স্থানীয় কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের সহযোগীতায় অভিযুক্ত রাবার চোরকে বাজার থেকে আটক করে। পরবর্তী সময়ে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে অভিযুক্ত রাবার চোর সাগর সিনহাকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিন সাংবাদিকদের সামনে রাবারের প্রকৃত মালিক জানিয়েছেন, সাগর সিনহার বাড়ি বিশালগড় বাইদ্যাদিঘী এলাকায়। রাবার মালিক আরো জানিয়েছেন অভিযুক্ত চোর সাগর সিনহা আরো একাধিক চুরির ঘটনার সাথে যুক্ত। এদিন তিনি তার চুরি যাওয়া রাবার ফিরে পাওয়া সহ অভিযুক্ত চোরের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

