অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

কমলপুর, ১৮ জুন : ধলাই জেলার কমলপুরের বড়লুতমা ছড়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করেছে।

বুধবার সাত সকালে কমলপুর -আমবাসা রাস্তার বড়লুতমা ছড়ায় এক অজ্ঞাত পরিচয় উপজাতি যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় বড়লুতমা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনা কমলপুর মহকুমার কমলপুর – আমবাসা রাস্তার বড়লুতমা গ্রামের বড়লুতমা ব্রীজের নিচে। মৃতদেহে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে অন্য কোথাও কে বা কারা ওই যুবককে খুন করে এনে বড়লুতমা ছড়ায় ফলে যায়। অনুমান,ওই যুবকের মৃতদেহটি দুদিন পুরানো। খবর পেয়ে সালেমা থানার ওসি দীপক দাস, মহকুমার পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, ফরেন্সিক টিম সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ছড়া থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধলাই জেলার কুলাই হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

বড়লুতমা গ্রামের বাসিন্দা সূর্যকান্ত সিনহা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার প্রাত ভ্রমনে বেড়িয়ে লুতমা ব্রীজের কাছে এসে ঘুরে ব্রীজের নিচে তাকাতে দেখা যায় একটি মৃতদেহ ছড়ার জলে ভাসছে। বিষয়টি চাউর হতে প্রচুর মানুষের ভিড় জমে। সালেমা থানার ওসিকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সহ ফরেন্সিক টিম আসেন ঘটনা তদন্ত করেন। সালেমা থানার ওসি দীপক দাস বলেন, থানায় খবর আসে কমলপুর — আমবাসা রাস্তার লুতমা ব্রীজের নিচে একটি মৃতদেহ পাওয়া যায়। আমরা যথা সময়ে এসে দেখি ঘটনা সত্য। জেলার ফরেন্সিক টিম খবর পেয়ে ঘটনাস্থলে আসে। আমরা সাক্ষী রেখে মৃতদেহ উদ্ধার করি। মৃতদেহ অজ্ঞাত পরিচয় যুবক। আইন অনুযায়ী মৃতদেহ সনাক্ত করনের জন্য ধলাই জেলার কুলাই হাসপাতালের মর্গে পাঠানো হয়।