আগরতলা, ১৮ জুন : মহকুমাবাসীদের স্বার্থে ছয় দফা দাবিতে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাসের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন দক্ষিণ জেলা যুব কংগ্রেস ও বিলোনিয়া ব্লক কংগ্রেসের নেতৃত্বরা।
আজ দুপুরে জেলা যুব কংগ্রেসের সভাপতি অজিতাভ মজুমদার ও বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদারের নেতৃত্বে যুব কংগ্রেস, ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কক্ষে গিয়ে ছয় দফা দাবির স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন বরিষ্ট কংগ্রেস নেতা গোপাল দত্ত, যুব কংগ্রেসের নেতা গৌতম দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। প্রতিনিধি দলটি দাবির স্মারকলিপি প্রদান করে দাবি গুলো নিয়ে আলোচনা করেন মহকুমা স্বাস্থ্য আধিকারিকের নিকট।
দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করার পর মহকুমা স্বাস্থ্য আধিকারিক দাবিগুলোর প্রতি যৌক্তিকতা স্বীকার করে, উধ্বর্তন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে জানান। ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা যুব কংগ্রেসের সভাপতি অজিতাভ মজুমদার, ছয় দফা দাবিগুলোর নিয়ে আলোচনা করেন। উল্লেখযোগ্য দাবি গুলোর মধ্যে রয়েছে , হাসপাতালে ২৪ ঘন্টা বৈদ্যুতিক পরিষেবা, অত্যাধুনিক সিটি স্ক্যানের ব্যাবস্থা, ওসিটি নামক গুরুত্বপূর্ণ চোখের পরীক্ষা ব্যাবস্থা করা, রক্ত সংগ্রহের সুবিধার্থে মোবাইল ব্লাড ট্রান্সফিউশন ভেন চালু করা , নবজাতক ইউনিট পরিচর্যা চালু সহ আরো অন্যান্য দাবিতে সরব হয়ে এই ডেপুটেশন প্রদান বলে জানান যুব কংগ্রেস সভাপতি।

