আগরতলা, ১২ জুন : গতকাল রাতে বামির্জ সিগারেট বহনকারী গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে। ওই ঘটনায় ধর্মনগর পানিসাগর মূল সড়কে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় জনতা ওই গাড়ি থেকে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করে। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সিগারেট বাজেয়াপ্ত করো থানায় নিয়ে গিয়েছে।
প্রসঙ্গত, মিজোরাম থেকে অবৈধভাবে বার্মিজ সিগারেট পাচার করে ত্রিপুরার উত্তর জেলার দামছড়া পানিসাগরে পাচার করা হয়। প্রায় প্রতিদিন রাডেই জলেবাসার নাকা চেকিং পয়েন্ট পুলিশ থাকা সত্ত্বেও ধর্মনগর মূল সড়ক হয়ে আনন্দবাজার নাকা চেকিং পয়েন্ট হয় বাংলাদেশে রপ্তানির ঘটনা সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এই চোরাচালান চক্রের মাধ্যমে মুনাফা অর্জনের জন্য কিছু অসাধু ব্যবসায়ী এবং পুলিশের কিছু সদস্যের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
গতকাল গভীর রাতে এএস১১এই৮২২৪ নম্বরের একটি গাড়ি পানিসাগর রোডের তিলতৌই এলাকায় ধর্মনগর পানিসাগর মূল সড়কের দূর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয় জনতারা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে বিপুল পরিমাণে বার্মিজ সিগারেট উদ্ধার করে। পরবর্তীতে পানিসাগর থানার পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং সিগারেটগুলোকে বাজেয়াপ্ত করে পানিসাগর থানায় নিয়ে গিয়েছে। প্রায়ই এই ধরনের সিগারেট বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
কিন্তু পানিসাগর পুলিশ প্রশাসন এই চোরাচালান বিষয়ে অবগত নয় কি বলে প্রশ্ন উঠেছে। চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ পানিসাগর থানার পুলিশ তা আর বলার অপেক্ষা রাখে না । এতে সন্দেহ তৈরি হয়েছে শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষের মধ্যে যে, পুলিশের কিছু সদস্য এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে। এই চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন এবং পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছে।

