নয়াদিল্লি, ১১ জুন: বিশ্ব রক্তদাতা দিবস ২০২৫-কে স্মরণীয় করে তুলতে আইন ও বিচার মন্ত্রকের অন্তর্গত আইন বিষয়ক দফতর, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সহযোগিতায়, আজ নয়াদিল্লির শাস্ত্রী ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করে।
এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন আইনসচিব ড. অঞ্জু রাঠি রানা। তিনি স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধ ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। দফতরের অফিসার ও কর্মীরা, যার মধ্যে নারী অফিসার ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন, সক্রিয়ভাবে এই জীবনদায়ী কাজে অংশগ্রহণ করেন।
বিশ্ব রক্তদাতা দিবসের এবারের থিম— “রক্ত দাও, আশা দাও: একসাথে বাঁচাই প্রাণ”—এর প্রতিধ্বনি শোনা যায় এই উদ্যোগে। নিয়মিত, স্বেচ্ছাসেবী ও বিনামূল্যে রক্তদানের মাধ্যমে নিরাপদ ও পর্যাপ্ত রক্ত সরবরাহ নিশ্চিত করার গুরুত্বকে সামনে নিয়ে আসে এই কর্মসূচি।
প্রতি বছর ১৪ই জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস, যা স্বেচ্ছাসেবী রক্তদাতাদের নিঃস্বার্থ অবদানের স্বীকৃতি দেয় এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করে।
আইন বিষয়ক দফতরের এই উদ্যোগ প্রমাণ করে, তারা শুধু আইন প্রয়োগেই নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অঙ্গীকারবদ্ধ। শুধু রক্ত নয়, দফতর যেন আজ জনসেবার অঙ্গীকারে প্রাণ সঞ্চার করল।
2025-06-11

