প্রধানমন্ত্রীর ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধাঞ্জলি প্রদান

নয়া দিল্লি, ৯ জুন: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শহীদ দিবসে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ভগবান বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বিরসা মুন্ডা তাঁর জীবন উৎসর্গ করেছিলেন আদিবাসী ভাই-বোনদের কল্যাণ এবং তাঁদের অধিকার রক্ষার জন্য। তাঁর ত্যাগ ও নিষ্ঠা দেশের জনগণকে চিরকাল অনুপ্রাণিত করে যাবে।
প্রধানমন্ত্রী তাঁর শ্রদ্ধাঞ্জলি এক্স -এ প্রকাশ করেন: “স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ভগবান বিরসা মুন্ডা জিকে তাঁর বালিদান দিবসে আদরপূর্ণ শ্রদ্ধাঞ্জলি। আদিবাসী ভাই-বোনেদের কল্যাণ এবং তাঁদের অধিকার রক্ষার জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর ত্যাগ ও সমর্পণ দেশবাসীদের সদা অনুপ্রাণিত করে থাকবে।”
উল্লেখ্য, ভগবান বিরসা মুন্ডা ছিলেন একজন মহান আদিবাসী নেতা, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে ইতিহাসে অমর হয়ে আছেন। শহীদ দিবসে তাঁর অবদানকে স্মরণ করে প্রধানমন্ত্রী দেশের জনগণকে তাঁর আদর্শে চলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *