টেট’এ ভুল প্রশ্ন, ইস্যুতে টিআরবিটি চেয়ারম্যানের কাছে যুব কংগ্রেস

আগরতলা, ৫ জুন : টেট পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল। কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল। আবার অনেক প্রশ্নেই বানান ভুল ছিল, যা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। তাই প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই-এর তরফ থেকে টিআরবিটি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

এদিন যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা বলেন, টেট-টু পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে পরীক্ষার্থীর তরফ থেকে গুরুতর অভিযোগ উঠেছে। টেট-টু পরীক্ষার প্রশ্নপত্রে বেশ কিছু প্রশ্নের অফিসিয়াল উত্তরপত্রে ভুল উত্তর দেওয়া হয়েছে। শাস্তি দেওয়ার ঝুঁকি থাকে। তাছাড়া, কিছু প্রশ্নের একাধিক সঠিক উত্তর থাকে, যা অস্পষ্টতা এবং বিভ্রান্তির সৃষ্টি করে।

এদিন তিনি আরও বলেন, এমনকি পরীক্ষায় পাঠ্যক্রম বহির্ভূত বিষয়গুলির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য পূর্ব নোটিশ দেওয়া হয়নি। তাই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য টিআরবিটি চেয়ারম্যানের নিকট আবেদন জানানো।হয়েছে।