গো-হত্যা বন্ধের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন হিন্দু সেনার

আগরতলা, ৫ জুন : বকরি ঈদকে কেন্দ্র করে গো-হত্যা বন্ধের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে সনাতনী হিন্দু সেনা। এদিন সারা রাজ্যের প্রত্যেকটি জেলার জেলা শাসকের নিকটই ডেপুটেশন প্রদান করা হয়েছে।

এদিন সংগঠনের এক নেতা বলেন, আগামী ৭ জুন মুসলিম ধর্মাবলম্বীদের ঈদুল আজহা উৎসব। গো মাতাকে হিন্দু ধর্মাম্বলীরা পূজা করে থাকেন। সনাতন ধর্মাম্বলীদের জন্য গবাদি ধার্মিক দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ। সনাতনের পরম্পরায় গো মাতার পূজা হয়ে থাকে। কিন্তু আজ গো হত্যা করা হচ্ছে। তাই আসন্ন ঈদ উৎসবে গো-হত্যা বন্ধের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট এক ডেপুটেশনে মিলিত হয়েছে সনাতনী হিন্দু সেনা।