আগরতলা, ৩ জুন : মেলাঘর তেল কাজলায় লুপ্তপ্রায় লজ্জাবতী বানর উদ্ধার হয়েছে। সাথে বনদপ্তরের খবর দেওয়া হয়েছে। বন দপ্তরের কর্মীদের হাতে এই লুপ্তপ্রায় প্রাণীটিকে তুলে দেওয়া দেয় জনগণ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, মেলাঘর তেল কাজলা এলাকার বেশ কয়েকজন বন্যার জলে মাছ ধরতে গিয়েছিল কিছু যুবক। তখন ওই যুবকরা দেখতে পায় জল থেকে একটি বন্যপ্রাণী ভেসে আসছে তখন ওই যুবকরা এই অপরিচিত বন্য প্রাণী টিকে উদ্ধার করে নিয়ে আসে।
স্থানীয় যুবকরা জানান, উদ্ধার করা বন্যপ্রাণীটির নাম তারা সঠিকভাবে জানেন না। তবে সকলেই ধারণা করছে সম্ভবত এটি রাজ্যে লুপ্তপ্রায় লজ্জাবতী বানর হতে পারে। মঙ্গলবার সকালে স্থানীয়দের পক্ষ থেকে বনদপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়। বন দপ্তরের কর্মীরা আসলে তাদের হাতে এই লুপ্তপ্রায় প্রাণীটিকে তুলে দেওয়া হবে।

