দামছড়া, ১ জুন: উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানার পুলিশের নেশা বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দামছড়া কাসকাউ পাড়ায় অভিযান চালিয়ে এক প্রাক্তন বৈরী নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশা সামগ্রী এবং নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।
অভিযানটি পরিচালনা করেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং এবং দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার। অভিযানে সঞ্জিত দেববর্মা নামে এক কুখ্যাত নেশা কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে সঞ্জিত দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকার নিষিদ্ধ ড্রাগস ও হেরোইন, ৮০০টি ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩ লক্ষ ৭৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযুক্তের বিরুদ্ধে বেআইনিভাবে নিষিদ্ধ মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ নগদ অর্থ মজুত রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে দামছড়া থানায় রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সঞ্জিত দেববর্মা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে এবং নেশা বিরোধী লড়াইয়ে কোনও রকম আপস করা হবে না।
এই অভিযানে সাফল্যের জন্য উত্তর ত্রিপুরা জেলার পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন সাধারণ নাগরিকরা। জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ চালিয়ে যাওয়া হবে।
2025-06-01

