পুনের ভারতীয় ছাত্র সংসদে তৃতীয় স্থান অর্জন সোনামুড়ার যুবক শুভমের, আসন্ন রাষ্ট্রপতি পুরস্কারের সম্ভাবনা

সোনামুড়া, ২০ মে: মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত ১৪তম ভারতীয় ছাত্র সংসদে অংশগ্রহণ করে গোটা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে রাজ্যের গৌরব বাড়ালেন সোনামুড়ার মেলাঘরের যুবক শুভম নম। রাবার টেকনোলজিতে বি.টেক পাশ করা এই প্রতিভাবান যুবক সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতা করে এই সম্মান অর্জন করেছেন।
চলতি বছরের ৮ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় ভারতীয় ছাত্র সংসদের এই পর্ব, যার আয়োজক ছিল পুণের এমআইটি স্কুল অফ গভর্নমেন্ট। শুভম জানান, এর আগেও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন করলেও তার আবেদন গৃহীত হয়নি। তবে ২০২৫ সালের জন্য ফের আবেদন করলে ভার্চুয়ালি দু’দফা আলোচনার মাধ্যমে তাকে নির্বাচিত করা হয় এবং শেষে পুনেতে সরাসরি আমন্ত্রণ জানানো হয়।
শুভমের আলোচ্য বিষয় ছিল – ‘ভারতীয় রাজনীতিতে মতাদর্শ ও শিক্ষাব্যবস্থা’। ভার্চুয়াল আলোচনায় তার তিন মিনিটের উপস্থাপনা বিচারকমণ্ডলীর মনোযোগ আকর্ষণ করে এবং পরে পুনের মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পান তিনি। সেখানেই অন্যান্য রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতা করে শুভম তৃতীয় স্থান অধিকার করেন।
এই সাফল্যের পরে তাকে নিয়ে যাওয়া হয় সংসদ ভবনে, যেখানে সংসদের সদস্যদের সামনে সরাসরি আলোচনায় অংশ নেন শুভম। তার এই কৃতিত্বের জন্য তাকে আগামী কিছুদিনের মধ্যেই রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হবে বলে জানা গিয়েছে।
শুভমের এই সাফল্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনামুড়ার বিশিষ্ট সমাজসেবক ও ২২ নম্বর সোনামুড়া বিজেপি মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস। তিনি শুভমকে উত্তরীয় ও স্মারক প্রদান করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শুভ্রজিৎ দাস আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে শুভমের মতো প্রতিভাবান যুবকেরা রাজনীতিতে অংশ নিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।______