পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার এক সপ্তাহ পর জম্মু-কাশ্মীর জুড়ে চলছে সন্ত্রাসীদের খুঁজে চারটি অভিযান

নয়াদিল্লি, ২৯ এপ্রিল : পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার এক সপ্তাহ পর, জম্মু-কাশ্মীর জুড়ে চারটি সন্ত্রাসবিরোধী অভিযান চলছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। এই অভিযানে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ। এর মধ্যে দুটি অভিযান আগে থেকে শুরু হওয়া সংঘর্ষেরই ধারাবাহিকতা।

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার ইয়ারওয়ান জঙ্গল এলাকায় একটি বড়সড় অভিযান চলছে। এছাড়াও, আরও একটি অভিযান দক্ষিণ কাশ্মীরেই পরিচালিত হচ্ছে। সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, দক্ষিণ কাশ্মীরকে কেন্দ্র করেই নিরাপত্তা তৎপরতা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। শোপিয়ান ও পুলওয়ামা জেলায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে, যেখানে জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি ও কম্বিং অপারেশন চলছে।

এদিকে, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে উপত্যকার ঝুঁকিপূর্ণ এলাকায় প্রায় ৫০টি পাবলিক পার্ক ও উদ্যান বন্ধ করে দেওয়া হয়েছে। চিহ্নিত ৮৭টি সংবেদনশীল পার্কের মধ্যে ৪৮টির গেট তালাবদ্ধ করে দেওয়া হয়েছে।

পর্যটকদের জন্য জনপ্রিয় যেসব স্থান বন্ধ রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে দোশপথ্রী, কোকেরনাগ, ডুকসুম, সিন্থান টপ, আচাবাল, বঙ্গুস ভ্যালি, মারগান টপ ও তোসামাইদান। এইসব জায়গা সাম্প্রতিক বছরগুলিতে বিকল্প পর্যটন গন্তব্য হিসেবে প্রচারিত হলেও বর্তমানে সেগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, এই নিরাপত্তা পদক্ষেপগুলির সূচনা হয়েছে এক সপ্তাহ আগে পহেলগাঁওর বৈসারণ উপত্যকায় ঘটে যাওয়া রক্তাক্ত জঙ্গি হামলার প্রেক্ষিতে। সেদিন বন্দুকধারীরা পর্যটকদের ওপর গুলি চালালে ২৬ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন কাশ্মীর সফরে আসা পর্যটক। বসন্তকাল সাধারণত নিরাপদ ভ্রমণের সময় হিসেবেই ধরা হয়, সেই পরিপ্রেক্ষিতে এই হামলা গোটা অঞ্চলকে নাড়িয়ে দেয়।

পহেলগাঁও হামলার পর থেকে নিরাপত্তা বাহিনী প্রবল চাপে রয়েছে দক্ষিণ কাশ্মীরের সক্রিয় জঙ্গি নেটওয়ার্ককে ভেঙে দেওয়ার জন্য। চারটি সমান্তরাল অভিযান সেই প্রচেষ্টারই অংশ বলে জানানো হয়েছে।