আগরতলা, ২৮ এপ্রিল: দুটি পৃথক যৌথ অভিযানে জিআরপি পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে ১ জন ভারতীয় দালালকে আটক করেছে। পাশাপাশি, অন্য একটি অভিযানে কমলাবতী এক্সপ্রেস থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
ওসি তাপস দাস জানিয়েছেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কামালসাগর মিয়া পাড়া ইন্দু – বাংলা সীমান্ত এলাকা থেকে একজন ভারতীয় দালালকে আটক করা হয়েছে। তার বাড়ি কমলা সাগর মিয়াপাড়া এলাকায়। ধৃত সাইমন মিয়া (২৫) দীর্ঘদিন ধরে এলাকা থেকে পলাতক ছিল। তাই গতকাল রাতে জিআরপি থানা, বিএসএফ এবং মধুপুর থানার পুলিশের যৌথ অভিযান চালিয়েছে।
অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আগরতলা রেল স্টেশনে সরকারি (জিআরপি) এর সাথে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছিল। এই অভিযানের রানী কমলাবতী এক্সপ্রেস থেকে ৫টি ব্যাগে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৬২ হাজার টাকা হবে।

