আন্তর্জাতিক বিষয়ে নজরদারি না রেখে ভারত এবং ত্রিপুরা সরকার ব্যর্থতার জানান দিয়েছে : জিতেন্দ্র

আগরতলা, ২২ এপ্রিল: আন্তর্জাতিক বিষয়ে নজরদারি না রেখে ভারত এবং ত্রিপুরা সরকার ব্যর্থতার জানান দিয়েছে। এরফলে বর্ষায় গোটা বিলোনিয়া শহর বানভাসি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ সীমান্তে বাংলাদেশের বাঁধ নির্মাণ ঘিরে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, সীমান্তে বাংলাদেশের বাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষাতে বিলোনিয়া শহর বানভাসি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত ত্রিপুরা সরকার ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানাচ্ছে না। এদিন তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিষয়ে নজরদারি না রেখে ভারত এবং ত্রিপুরা সরকার ব্যর্থতার জানান দিয়েছে। কারণ, এই গুরুত্বপূর্ণ বিষয়ে সীমান্ত এলাকা পরিদর্শনে শুধু আধিকারিকরা গিয়েছেন। তাতে কোনো কাজ হবে না। সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আগামীদিনে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে।

তাঁর কথায়, বর্ষার না ঢুকার আগেই গতকালকের সামান্য বৃষ্টিতে বিলোনিয়া মহকুমা হাসপাতালে জল ঢুকে কোটি কোটি টাকার জীবনদায়ী ওষুধ নষ্ট হয়ে গিয়েছে। তাতে স্বাস্থ্য দপ্তরের কোনো হেলদোল নেই। অতিসত্বর ত্রিপুরা সরকারকে ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জন্য আবেদন জানাতে হবে।