পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ উত্তরপূর্বীয় মুখ্যমন্ত্রীদের

গুয়াহাটি, ২১ এপ্রিল (হি.স.) : পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন উত্তর-পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীগণ। তাঁরা প্রয়াত পোপের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রীরা তাঁকে বিশ্বব্যাপী শান্তি, নম্রতা এবং করুণার বাৰ্তাবাহক হিসেবে বৰ্ণনা করে তাঁর নৈতিক নেতৃত্ব, দুর্বলদের জন্য অক্লান্ত সমর্থন এবং ক্যাথলিক চার্চের বাইরেও সুদূরপ্রসারী প্রভাবের কথা স্মরণ করেছেন।

অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, ‘গভীর দুঃখের বিষয়, পবিত্র পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর পেয়েছি আমরা। তিনি গির্জার উল্লেখযোগ্য সংস্কারের জন্য অক্লান্ত প্রচেষ্টা করে গেছেন।’

ড. শর্মা বলেন, ‘বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য অক্লান্ত প্রচেষ্টা, দুর্বলদের পক্ষে জোরালো কণ্ঠস্বর এবং গির্জার উল্লেখযোগ্য সংস্কারের মাধ্যমে সংজ্ঞায়িত হয়েছিলেন পোপ ফ্রান্সিস। তিনি তাঁর শেষ নিঃশ্বাস পর্যন্ত ক্যাথলিক চার্চের বাইরেও লক্ষ লক্ষ মানুষকে নম্রতা এবং নিষ্ঠার বার্তা দিয়ে অনুপ্রাণিত করেছিলেন।’

তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁকে ‘‘জনগণের পোপ’ বলে অভিহিত করেছেন। তাঁর নম্রতা, করুণা এবং ভালোবাসার জীবন বিশ্বে এক অমোচনীয় ছাপ রেখে গেছে। পবিত্র পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে, পোপ উদাহরণের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন। তিনি সত্যিকার অর্থেই একজন জনগণের পোপ ছিলেন। তাঁর জীবন ছিল নম্রতা, ভালোবাসা এবং করুণার প্রতীক, যা অসংখ্য মানবাত্মাকে অনুপ্রাণিত করেছে।’ পোপের উত্তরাধিকারের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘বিশ্বজুড়ে শান্তির পক্ষে কথাগুলি তাঁর পোপত্ব চিরদিন স্মরণীয় এবং লালিত হবে।’

মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা তাঁর অবদানকে ‘নম্রতা, করুণা এবং নৈতিক নেতৃত্বের বিশ্বব্যাপী প্রতীক’ বলে অভিহিত করেছেন। তাঁর এক্স হ্যান্ডলে লালদুহোমা বলেন, ‘পবিত্র পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। নম্রতা, করুণা এবং নৈতিক নেতৃত্বের বিশ্বব্যাপী প্রতীক হিসেবে, মানবতার প্রতি তাঁর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মার চির শান্তি কামনা করছি।’

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘পবিত্র পোপ ফ্রান্সিসের মৃত্যুসংবাদ শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি। তাঁর গভীর প্রজ্ঞা, করুণা এবং শান্তি ও ঐক্যের নিরলস সাধনা বিশ্বজুড়ে অসংখ্য মানুষেকে স্পর্শ করেছে। তিনি কেবল একজন আধ্যাত্মিক নেতা ছিলেন না, বরং আশা ও নম্রতার আলোকবর্তিকা ছিলেন। সমগ্র ক্যাথলিক সম্প্রদায় এবং তাঁর কথা ও কাজে যাঁরা সান্ত্বনা ও অনুপ্রেরণা পেয়েছেন তাঁদের সকলের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর আচার-আচরণ ও বাণী মানুষের হৃদয়ে ভালোবাসা, বিশ্বাস এবং মানবতাকে অনুপ্রাণিত করে চলুক। তাঁর আত্মা চির শান্তিতে থাকুক।’

ইতিহাসে প্রথম ল্যাটিন আমেরিকান পোপ, যিনি তাঁর বিনয়ী ভঙ্গি এবং দরিদ্রদের প্রতি উদ্বেগের মাধ্যমে বিশ্বকে মোহিত করেছিলেন। কিন্তু পুঁজিবাদ এবং জলবায়ু পরিবর্তনের সমালোচনা করে বিচ্ছিন্ন রক্ষণশীলদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি। ৮৮ বছর বয়সে প্ৰয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস।