চুড়াইবাড়ি-পানিটিলা সড়কসহ চার দফা দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সাংসদ বিপ্লব দেবের

নয়াদিল্লি:
ত্রিপুরার গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবার দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে এনএইচ-৮ সহ মোট চারটি গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ।

প্রসঙ্গত, সম্প্রতি সংসদের অধিবেশনে জাতীয় সড়ক এনএইচ-৮-এর ভগ্নাবস্থা ও সংস্কার নিয়ে জোরালো বক্তব্য রেখেছিলেন সাংসদ বিপ্লব দেব। সেই দাবির সূত্র ধরেই আজ তিনি সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে চুড়াইবাড়ি থেকে পানিটিলা পর্যন্ত রাস্তার দ্রুত সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এছাড়াও উদয়পুর ফুলকুমারী (NH-8) থেকে অমরপুর (NH-208) রোডটিকে জাতীয় সড়ক হিসেবে উন্নীত করা, রানীর বাজার ফায়ার সার্ভিস থেকে আগরতলা আইএসবিট পর্যন্ত রাস্তা ৪ লেনে রূপান্তরিত করার পাশাপাশি সার্ভিস রোড সংযুক্ত করা, কমলপুর–শান্তির বাজার (১৪৮ কিমি) সড়ক – যা আমবাসা, গন্ডাছড়া ও অমরপুরের মধ্য দিয়ে গিয়েছে – সেটিকে জাতীয় সড়কের মর্যাদা প্রদান; ইত্যাদি তিনটি গুরুত্বপূর্ণ দাবি বৈঠকে উত্থাপন করেন সাংসদ।

সাংসদের তরফে জানানো হয়েছে, ত্রিপুরার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই দাবিগুলির গুরুত্ব অপরিসীম। এগুলি বাস্তবায়িত হলে পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নেও গতি আসবে।

বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে শুনে আশ্বাস দেন যে, শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত দাবিগুলিতে কেন্দ্রীয় স্তরে আবারও অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত।