জম্মু ও শ্রীনগর, ২০ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির পর ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। প্রাকৃতিক এই দুর্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।
মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “রামবানে মর্মান্তিক ভূমিধস এবং আকস্মিক বন্যায় আমি অত্যন্ত মর্মাহত, যার ফলে জীবন ও সম্পদের যথেষ্ট ক্ষতি হয়েছে। যেখানেই প্রয়োজন সেখানে তাৎক্ষণিক উদ্ধার প্রচেষ্টা নিশ্চিত করার জন্য আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। আপাতত, পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরই মনোযোগ দেওয়া হচ্ছে। নাগরিকদের ভ্রমণ পরামর্শ অনুসরণ করার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় চলাচল এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।”

