চন্ডীগড়-মানালি হাইওয়েতে উল্টে গেল ট্যুরিস্ট বাস, আহত ৩১ জন

মানালি, ১৩ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশের মান্ডি শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ট্যুরিস্ট বাস। রবিবার ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে চন্ডীগড়-মানালি হাইওয়ের ওপর। দুর্ঘটনাগ্রস্ত বাসটি কাসোল (কুল্লু-মানালি) যাচ্ছিল। এই দুর্ঘটনায় মোট ৩১ জন যাত্রী (চালক এবং কন্ডাক্টর-সহ) আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ৩১ জনের মধ্যে গুরুতর আহত দু’জনকে আরও ভালো চিকিৎসার জন্য নেরচক মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন, বাকি যাত্রীদের সামান্য আঘাত লেগেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ হতে পারে।