আগরতলা, ১২ এপ্রিল: রামের নামে রামকে কলুষিত করছে বিজেপি এবং আরএসএস। আসলে এটা বিজেপির নোংরা রাজনীতি। বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তিটি ভেঙ্গে শ্রী রামের মূর্তি বসানোর ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
প্রসঙ্গত, কৈলাসহরে ভেঙে ফেলা প্রাক্তন রাজ্যের প্রয়াত প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মূর্তির ওপর বসানো হয়েছে ভগবান শ্রী রামের মূর্তি। যার তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রামের নামে রামকে কলুষিত করছে বিজেপি এবং আরএসএস।
এদিন তিনি আরও বলেন, গোটা দেশে বিজেপি নোংরা রাজনীতি শুরু করেছে।তিনি আশাবাদী প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, তিনি মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট দলীয় কার্যকতাদের অনৈতিক কাজ অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়েছেন।