ত্রিপুরায় আইনের শাসন বলতে কিছু নেই : জিতেন্দ্র

আগরতলা, ১২ এপ্রিল : ত্রিপুরায় আইনের শাসন বলতে কিছু নেই। বিজেপি সরকারের শাসনে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।লংতড়াইভ্যালি কলেজে পুলিশের সামনে কলেজে ঢুকে অধ্যাপককে পেটানোর ঘটনায় এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পলিটব্যুরোর সদ্যস তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

প্রসঙ্গত, লংতড়াইভ্যালি কলেজে বার জন ছাত্রছাত্রী সেমিস্টার পরীক্ষা দিতে না পারার ঘটনাকে কেন্দ্র করে কলেজে ঢুকে অধ্যাপককে নিগৃহ করার ঘটনা জনসম্মুখেএসেছে। ওই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী চৌধুরী বলেন, এ ধরনের ঘটনার নিন্দা ও ধিক্কার জানানোর কোন ভাষা নেই। যারা এ ধরনের ঘটনা সংঘটিত করেছে তাদের পেছনে শাসকদলের আশীর্বাদ রয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সে কারণেই অধ্যাপক নিগৃহীত হওয়ার ঘটনার পরও পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

তাঁর অভিযোগ, এতদিন হাসপাতালের চিকিৎসক নিগৃহীত পূর্ত দফতরে ইঞ্জিনিয়ার চিপ ইঞ্জিনিয়ার আক্রান্ত হতেন, এখন কলেজে ঢুকে অধ্যাপককে পর্যন্ত নিগৃহীত করা হচ্ছে। এ ধরনের ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে রাজ্যে আইনের শাসন বলতে কিছু নেই। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে তিনি গুরুতর অভিযোগ এনেছেন। কলেজের ঢুকে অধ্যাপক কে নিগৃহীত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইননুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।