বারাণসী, ১১ এপ্রিল (হি.স.): জিআই ট্যাগের দিক থেকে উত্তর প্রদেশ দেশের মধ্যে এক নম্বর স্থান অর্জন করেছে। জোর দিয়ে বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, “জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জন্য, কাশী এবং এর আশেপাশের জেলাগুলি এখনও পর্যন্ত সর্বাধিক সংখ্যক জিআই (ভৌগোলিক নির্দেশক) ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগের দিক থেকে উত্তর প্রদেশ দেশের মধ্যে এক নম্বর স্থান অর্জন করেছে। আজ ২১টি নতুন জিআই ট্যাগ সার্টিফিকেটও প্রদান করা হচ্ছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বারাণসীতে ৩,৮৮৪.১৮ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় যোগী দাবি করেছেন, জিআই ট্যাগের দিক থেকে উত্তর প্রদেশ দেশের মধ্যে এক নম্বর স্থান অর্জন করেছে।

