অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাংবাদিকের পাশে টিডব্লিউজেএ

আগরতলা, ৯ এপ্রিল:
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাংবাদিকের পাশে দাঁড়াল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিডব্লিউজেএ)। বুধবার এক প্রতিনিধি দল উত্তর ত্রিপুরার দামছড়ায় গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় সাংবাদিক ফকর উদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করেন এবং সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, গত সোমবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা পেট্রোল ঢেলে সাংবাদিক ফকর উদ্দিনের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তার সম্পূর্ণ ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত সাংবাদিকের অভিযোগ, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

খবর পাওয়ার পরপরই টিডব্লিউজেএ’র রাজ্য কমিটি ও উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল দামছড়ায় ফকর উদ্দিনের বাড়িতে যান। সেখানে তারা পরিবারের খোঁজখবর নেন এবং সংগঠনের তরফ থেকে আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, ভবিষ্যতে যেকোনো সমস্যা বা বিপদে সংগঠন তাঁর পাশে থাকবে।

এছাড়াও প্রতিনিধি দল দামছড়া থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানান।

এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন টিডব্লিউজেএ’র রাজ্য কমিটির অন্যতম সদস্য অসীম দাস, ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক রূপক দেবনাথ, সদস্য অয়ন নাগ, দীপক চক্রবর্তী ও দেবদ্যুতি চক্রবর্তী প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে তারা সবসময় সোচ্চার থাকবে।